অসুস্থ হওয়ায় কার্লোস আলকারাজের সঙ্গে লড়াই না করেই সিনসিনাটি ওপেনের ফাইনাল ছেড়ে দেন ইয়ানিক সিনার। সেই সে ঝালটা ইউএস ওপেনে বেশ ভালোভাবেই মেটাচ্ছেন এই শীর্ষ বাছাই। টানা দুই জয়ে মৌসুমের শেষ গ্র্যান্ড স্লামের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছেন সিনার।
সিনসিনাটি ওপেনের ফাইনালে অসুস্থতার কারণে কোর্ট ছেড়ে উঠে যান ইয়ানিক সিনার। এই ইতালিয়ান টেনিস তারকা খেলা ছেড়ে দেওয়ায় মাত্র ২২ মিনিটের লড়াই শেষে চ্যাম্পিয়ন হয় কার্লোস আলকারাজ। ওই ঘটনার পর ইউএস ওপেনের আগে সিনারকে নিয়ে কিছুটা শঙ্কা তো ছিলই। যদিও সে শঙ্কা দূর করে নিজের মতো করেই কোর্টে ফিরলেন সিনার।